রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচের অবসর প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে বহু গুঞ্জন শোনা গেলেও । তবে, এসব গুঞ্জনের ইতি টেনে এবার নিজেই তার পরিকল্পনা প্রকাশ করেছেন ইউরোপের অন্যতম অভিজ্ঞ ফুটবলার ৩৯ বছর বয়সে এসে ইতি টানছেন নিজের ক্যারিয়ার এর।
চলতি মৌসুমে রিয়ালের হয়ে ইতিহাস গড়েছেন মদ্রিচ, যিনি সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে মাঠে নেমে গোল করেছেন। বয়স ৩৯ পেরিয়ে গেলেও, থামার কোনো পরিকল্পনা তার নেই। বরং তার খেলায় আরও তীব্রতা এসেছে।
‘গোল ডট কম’-এ দেওয়া এক সাক্ষাৎকারে, মদ্রিচ জানিয়েছেন যে ২০২৬ ফিফা বিশ্বকাপকে লক্ষ্য রেখে তিনি তার ক্যারিয়ার চালিয়ে যেতে চান। সেই লক্ষ্যকে সামনে রেখে রিয়াল মাদ্রিদের সঙ্গে আরো এক মৌসুম খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে, এজন্য প্রয়োজন হলে তিনি তার বেতন কমানোর কথাও ভাবছেন।
মদ্রিচ জানান, সৌদি প্রো লিগ এবং যুক্তরাষ্ট্রের এমএলএস থেকে তার কাছে বড় প্রস্তাব আসলেও, তিনি ইউরোপে থাকতে চান এবং ফিটনেস ধরে রাখতে চান ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের জন্য।
ফরাসি সংবাদ মাধ্যম টেলিফুটকে দেওয়া এক সাক্ষাৎকারে, মদ্রিচ বলেন, “আমি এখনই অবসর নিয়ে চিন্তা করছি না। আমি রিয়াল মাদ্রিদে অবসর নিতে চাই, কারণ এটি আমার স্বপ্ন। এখনই কোনো সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করছি না।”
এখন পর্যন্ত মদ্রিচ জাতীয় দলের হয়ে ব্যস্ত সময় পার করছেন। তার দল উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলবে, যেখানে প্রথম লেগে তারা ২-০ ব্যবধানে জয়ী হয়েছিল।
এদিকে, রিয়ালের সঙ্গে মদ্রিচের চুক্তি চলতি মৌসুম শেষে শেষ হবে। সেপ্টেম্বরে ৪০ বছরে পদার্পণকারী এই ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে, মদ্রিচের অবসর সিদ্ধান্ত ও তার ভবিষ্যৎ নিয়ে সংশয় অব্যাহত রয়েছে।
Leave a Reply