আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো ধরনের পরিকল্পনা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সন্ধ্যায় রাজধানীর বকশীবাজারের কারা কনভেনশন সেন্টারে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
এসময় শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিজমের যত দোসর ও সুবিধাভোগী রয়েছে, তাদেরও বিচারের আওতায় আনার আহ্বান জানান নাহিদ।
এনসিপি আহ্বায়ক জানান, বাংলাদেশে কখনো আরেকটি এক-এগারো হতে দেওয়া হবে না।
আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনার কথা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে বলেও দাবি করেন তিনি। নাহিদ জানান, গত ১৫-১৬ বছর সেনাবাহিনী, পুলিশ, আমলাতন্ত্রসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ এবং আওয়ামীকরণ হয়েছে।
Leave a Reply