ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিব্রাল্টারের বিপক্ষে ২৪৫ রানের বিশাল লক্ষ্য মাত্র ১৪.২ ওভার বা ৮৬ বলেই টপকে রেকর্ড গড়েছে বুলগেরিয়া। নিজেদের রাজধানী সোফিয়ায় ৬ উইকেটের দারুণ এই জয়ে তারা গড়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে নজিরবিহীন এক কীর্তি—২০০ বা তার বেশি রান তাড়ায় ওভারপ্রতি সবচেয়ে বেশি রান সংগ্রহের রেকর্ড। উইজডেনের তথ্যানুযায়ী, তারা এই ম্যাচে ওভারপ্রতি তুলেছে ১৭.০২ রান, যা টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ। এর আগে এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সার্বিয়া তুলেছিল ওভারপ্রতি ১৪.১১ রান।
এই রেকর্ড গড়ার পথে সবচেয়ে বড় অবদান রাখেন মানান বশির। মাত্র ২১ বলে ৯টি ছক্কা ও ৩টি চার মেরে করেন বিধ্বংসী ৭০ রান। তাঁর সঙ্গে ৬৯ রান করে দারুণ সমর্থন দেন ইসা জারু ও মিলে গোগেভ। এছাড়া ক্রিস লাকোভ ১৯, বখতিয়ার তাহিরি ৮ ও জীরাক চুঘতাই ১ রান করেন। জিব্রাল্টারের হয়ে লুইস ব্রুস ২টি, কেনরয় নেস্তর ও কবির মিরপুরি ১টি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে জিব্রাল্টার নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ২৪৪ রান। ফিলিপ রাইকস করেন ৭৩, ইয়ান ল্যাটিন ৫১, লুইস ব্রুস ২৪, ক্রিস পাইল ২২, মাইকেল রাইকস ও কবির মিরপুরি ২১ করে এবং রিচার্ড হ্যাচম্যান করেন ১৭ রান। বুলগেরিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জাকোব গুল, ৪ উইকেট নেন মাত্র ৩৭ রান দিয়ে। এছাড়া চুঘতাই ও গোগেভ নেন একটি করে উইকেট।
এই রেকর্ডগড়া জয়ে শুধু সিরিজে লিডই নেয়নি বুলগেরিয়া, বরং বিশ্ব টি-টোয়েন্টি ইতিহাসেও রেখে দিয়েছে অনন্য এক ছাপ।
Leave a Reply