ইজরায়েলি সেনারা রওয়াবন্দী বন্দুক যুদ্ধের ৫০ দিনের মধ্যে গাজায় ৩৫৭ জন প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে, খবর দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি মিডিয়া অফিস।
ইজরায়েল দাবি করেছে, হামাস যে তথ্য গতকাল প্রকাশ করেছে তা গাজার বন্দি রাখা মৃতদেহগুলোর সঙ্গে সম্পর্কিত নয়।
এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদ “প্যালেস্টাইনের প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান” সম্পর্কিত একটি প্রস্তাব গৃহীত করেছে।
মঙ্গলবার, ইজরায়েলি সেনারা অধিকৃত পশ্চিম তীরে দুই প্যালেস্টিনিয়ান কিশোরকে হত্যা করেছে। সেনারা দাবি করেছে, তারা গাড়ি র্যামিং ও ছুরিকাঘাতের হামলা চালিয়েছে।
উল্লেখ্য, ইজরায়েলের গণহত্যামূলক যুদ্ধ গাজায় অক্টোবর ২০২৩ থেকে অন্তত ৭০,১০০ প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে এবং ১,৭০,৯৬৫ জন আহত হয়েছে। একই সময়, ইজরায়েলে ৭ নভেম্বর ২০২৩ হামলায় ১,১৩৯ জন নিহত হয়েছেন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.