৪১ বছর বয়সেও লুকা মদ্রিচ যেন থামতে জানেন না। বয়স যেখানে অনেক ফুটবলারকে বিদায় নিতে বাধ্য করেছে, সেখানে তিনি এখনও ইউরোপের শীর্ষ লিগে তরুণদের সঙ্গে সমান তালে লড়ছেন। এসি মিলানের হয়ে সিরি আ’তে নিজের প্রথম গোল করে তিনি যেন প্রমাণ করে দিলেন—বয়স কেবলই একটি সংখ্যা।
গতরাতে সান সিরোতে বোলোনিয়ার বিপক্ষে ম্যাচে একমাত্র গোলটি করেন মদ্রিচ। ফলে রোসোনেরিরা ১-০ ব্যবধানে জিতে নেয় মৌসুমের দ্বিতীয় জয়। ম্যাচের ৬১ মিনিটে আলেক্সিস সালেমায়েকেরসের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন তিনি। এর মধ্য দিয়ে সিরি আ’র ইতিহাসে ষষ্ঠ চল্লিশোর্ধ্ব খেলোয়াড় হিসেবে গোল করার কীর্তি গড়লেন এই ক্রোয়াট তারকা।
ম্যাচসেরা হওয়ার পর মদ্রিচ বলেন,
“এটি উদযাপনের অসাধারণ উপায় ছিল। আমরা জিতেছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি এখন থেকে আর কেউ আমার বয়স নিয়ে কথা তুলবে না। গোলটা আমার নয়, সালেমায়েকেরসের দারুণ পাসের কৃতিত্ব।”
এসি মিলান কোচ আলেগ্রিও মদ্রিচের ভূয়সী প্রশংসা করে বলেন, “সে সবসময় প্রতিপক্ষের চেয়ে এক ধাপ এগিয়ে থাকে। দলে তার উপস্থিতিই বাড়তি অনুপ্রেরণা।”
৪১ বছর বয়সে এসি মিলানের জার্সিতে মাত্র তৃতীয় ম্যাচে গোল পেলেন মদ্রিচ। তার আশা, এই গোল সতীর্থদের আত্মবিশ্বাস জোগাবে এবং সামনে আরও ভালো পারফরম্যান্সে সাহায্য করবে। শনিবার উদিনেজের বিপক্ষে মিলান আবার মাঠে নামবে, আর সমর্থকেরা তাকিয়ে থাকবে অভিজ্ঞ মদ্রিচের দিকেই।
Leave a Reply