বছরের শুরুতেই ভারতের বলিউড অভিনেত্রী রাশমিকা মন্দনা কর্ণাটকের কোডাগু জেলায় শীর্ষ করদাতা হিসেবে নিজ নাম নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম News18 এর প্রতিবেদন অনুযায়ী, কাজের কারণে তিনি মুম্বাই, চেন্নাই এবং হায়দরাবাদে থাকলেও জন্মস্থান কর্ণাটকের কোডাগু তার করের ভিত্তি হিসেবে গণ্য হয়েছে।
চলতি বছরের শুরুতে আয়কর প্রদানের সময় নিজ হাতে আয়কর অফিসে উপস্থিত হয়ে ভারত সরকারকে ৪.৬৯ কোটি রুপি কর প্রদান করেছেন রাশমিকা। এই পরিমাণ কোডাগু জেলায় এখনও পর্যন্ত সর্বোচ্চ, তাই আয়কর কর্তৃপক্ষ তাকে শীর্ষ করদাতা হিসেবে ঘোষণা করেছে।
রাশমিকার এই উচ্চ আয়ের মূল কারণ তার সিনেমা ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা। কন্নড়ের পাশাপাশি তিনি তেলেগু, তামিল ও বলিউড ইন্ডাস্ট্রিতেও সক্রিয়ভাবে অভিনয় করছেন।
ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় রাশমিকা গত বছরের শেষে অভিনেতা বিজয় দেবরাকোন্ডা-র সঙ্গে বাগদান করেছেন এবং আগামী ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন।
Leave a Reply
You must be logged in to post a comment.