ভারতের ১৪ বছর ২৭২ দিন বয়সী ক্রিকেট প্রতিভা বৈভব সূর্যবংশী বিজয় হাজারে ট্রফির উদ্বোধনী দিনে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়ে ইতিহাস গড়েছেন।
রাঁচিতে প্লেট লিগের ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে তিনি মাত্র ৩৬ বলে শতক হাঁকান। এরপর ৫৯ বলে ১৫০ এবং শেষ পর্যন্ত ৮৪ বলে ১৯০ রান করেন, যেখানে ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা। এটি পুরুষদের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের রেকর্ড।
সূর্যবংশী ইতিমধ্যেই যুব ওয়ানডে, টি-টোয়েন্টি ও আইপিএল সব ক্ষেত্রেই ধামাকা দেখিয়েছেন। চলতি মাসেই অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও সেঞ্চুরি হাঁকিয়েছেন।
২০২৫ সালটি তার জন্য ছিল ব্রেকথ্রু বছর। মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়ে রাজস্থান রয়্যালসের হয়ে ঝড় তুলেছিলেন। এরপর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার যুব ম্যাচগুলোতেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন।
আগামী জানুয়ারিতে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ভারতের দলে অংশগ্রহণের আগে তিনি বেঙ্গালুরুর কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন।