ভোটার তালিকা হালনাগাদের সময় ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার দাবি, চিহ্নিতদের মধ্যে অনেকে অতীতে ভোটও দিয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমের সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এসব তথ্য জানান।
সিইসি বলেন,
“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর। এটা শুধু কথার কথা নয়। গণমাধ্যমকে আমরা পার্টনার হিসেবে পাশে চাই। ভুয়া তথ্য ও গুজব রোধে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও জানান, ইসি এবার প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি নির্বাচনে দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদেরও ভোটের আওতায় আনা হবে।
“প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে এবার ভোটের সুযোগ দেওয়া হবে। সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনকে আয়নার মতো স্বচ্ছ করতে চাই,” — বলেন সিইসি।
এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সকাল সাড়ে ১০টায় টেলিভিশন মিডিয়ার সঙ্গে এবং দুপুর আড়াইটায় প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হয়। দুই দফায় প্রায় ৫০ জন গণমাধ্যম প্রতিনিধিরা এতে অংশ নেন।
আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে ইসি। এরপর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনা রয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে ইসির এ ধারাবাহিক আলোচনা শুরু হয়, যদিও সেদিন অংশগ্রহণকারীর সংখ্যা ছিল তুলনামূলক কম।
Leave a Reply