জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের টানা আন্দোলন অব্যাহত রয়েছে। রোববার (২ নভেম্বর) টানা ২১তম দিনের মতো রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষক সকালে প্রেস ক্লাব এলাকায় সমবেত হয়ে জাতীয়করণের দাবিতে স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেন,
“দেশের প্রাথমিক সমমানের ইবতেদায়ি শিক্ষাকে ইচ্ছাকৃতভাবে পেছনে ফেলে রাখার অপচেষ্টা করছে সরকারের একটি মহল। আমরা বহু বছর ধরে সমান মর্যাদা ও অধিকার পাওয়ার দাবি জানিয়ে আসছি, কিন্তু এখনো সে দাবি বাস্তবায়ন হয়নি।”
তারা সরকারের প্রতি দ্রুত দাবি মেনে নিয়ে ঘরে ফেরার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।
এদিকে, কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা আজ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দিয়েছেন। এতে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে আরও শিক্ষক ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে।
শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন,
“দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা অনশনেও যাব।”