দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সবকিছু পরিকল্পনামাফিক চললে আগামীকাল মঙ্গলবার (৭ মে) সকালে লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন তিনি। তার সঙ্গে থাকবেন বিএনপির চেয়ারপারসন ও শাশুড়ি খালেদা জিয়াও। ঢাকায় পৌঁছে জোবাইদা রহমান রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত তার পৈতৃক বাসা ‘মাহবুব ভবনে’ অবস্থান করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে জোর, প্রতিবেশীর প্রতি সতর্কতা
জোবাইদার আগমনকে ঘিরে ‘মাহবুব ভবনে’ ইতোমধ্যেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরা স্থাপন, গার্ডরুম সক্রিয় করা ও নিরাপত্তাকর্মীদের মোতায়েন ছাড়াও পুরো এলাকা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তবে নিরাপত্তার নামে আশপাশের বাসিন্দাদের যেন কোনও অসুবিধা না হয় সেই বিষয়ে কড়া নির্দেশনা দিয়েছেন তারেক রহমান নিজে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নিরাপত্তা প্রস্তুতির তদারককারী আতিকুর রহমান রুমন বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে নিতে হবে, যাতে আশপাশের কেউ বিরক্ত না হয়। এই বাড়ির পেছনের দেয়ালের ঘেঁষে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা রয়েছে সেখান থেকে কিছুই লুকানোর চেষ্টা করা হচ্ছে না। এমনকি ১৭ বছর ধরে প্রতিবেশীরা যে সহযোগিতা করে এসেছেন, তা যেন অব্যাহত থাকে, আমরা সেটিই নিশ্চিত করতে চাই।”
পুলিশ-গোয়েন্দা সংস্থার সমন্বয়ে প্রস্তুতি
জোবাইদার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শকের কাছে লিখিত চিঠি পাঠানো হয়েছে গত ৩০ মে। তাতে আর্চওয়ে বসানো, পুলিশ পাহারা মোতায়েন এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা চেয়ে অনুরোধ করা হয়। চিঠির পরিপ্রেক্ষিতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি দল ইতোমধ্যে ‘মাহবুব ভবন’ পরিদর্শন করেছে এবং করণীয় ঠিক করেছে।
রুমন আরও জানান, “সিএসএফ (চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স) সদস্যরাও সেখানে দায়িত্ব পালন করবেন। জোবাইদা রহমান ও নিরাপত্তাকর্মীদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থাও রাখা হয়েছে।”
ঐতিহ্যবাহী পরিবারে ফিরে আসছেন জোবাইদা
জোবাইদা রহমান বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা। তাঁর পৈতৃক নিবাস ‘মাহবুব ভবন’ বর্তমানে বসবাস করছেন তাঁর মা সৈয়দা ইকবাল মান্দ বানু এবং বড় বোন শাহীনা জামান ও তাঁর পরিবার। জানা গেছে, সম্প্রতি তাঁর মা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপট, ব্যক্তিগত জীবনের জটিলতা ও নানা আইনি প্রক্রিয়ার মধ্যে জোবাইদা রহমানের এই প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে বাড়তি আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে।
Leave a Reply