1. arshinagargroup75@gmail.com : Rofiqul Islam : Rofiqul Islam
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

১২ বছর পর ফিট লায়নকে ছাড়াই মাঠে নামলো অস্ট্রেলিয়া, ব্যাটিংয়ে ধস

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৮১ Time View

টানা এক যুগ ধরে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন নাথান লায়ন। গাব্বা হোক কিংবা পেসবান্ধব উইকেট—সর্বত্রই দলের নির্ভরতার নাম ছিলেন এই ডানহাতি স্পিনার। কিন্তু ১২ বছর পর, পুরোপুরি ফিট থাকা সত্ত্বেও একাদশে জায়গা হয়নি তার। বৃহস্পতিবার (১৩ জুলাই) জ্যামাইকার সবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া ডে-নাইট টেস্টে তাকে ছাড়াই মাঠে নামে অজিরা।

নির্বাচকদের এমন সিদ্ধান্তকে ‘ব্যতিক্রমী পরিস্থিতি’র অংশ বলেই ব্যাখ্যা করেছেন নির্বাচক টনি ডোডমেইড। তিনি বলেন,

“নাথানকে বাইরে রাখা খুবই কঠিন সিদ্ধান্ত। তবে আমরা মনে করেছি, চারজন পেসার খেলিয়ে তাদের ওপর চাপ ধরে রাখাটাই হবে উপযুক্ত কৌশল।”

লাায়নকে ছাড়াই খেলতে নামা অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২২৫ রানে গুটিয়ে যায়। প্রতিপক্ষ পেসারদের সামনে দাঁড়াতেই পারেননি তারা। শামার জোসেফ ৪টি, জায়দেন সিলস ও জাস্টিন গ্রিভস নেন ৩টি করে উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন স্টিভ স্মিথ।

জবাবে প্রথম দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে ১৬ রানে। ব্র্যান্ডন কিং ৮ ও রোস্টন চেজ ৩ রানে অপরাজিত আছেন। কেবল কেভলন অ্যান্ডারসনকে ফিরিয়েছেন মিচেল স্টার্ক।

এই ম্যাচটি স্টার্কের টেস্ট ক্যারিয়ারের ১০০তম। আর মাত্র ৪টি উইকেট নিলেই পূর্ণ হবে তার ৫০০ উইকেটের মাইলফলক।

এর আগে, ২০১৩ সালের অ্যাশেজ সিরিজের তিনটি টেস্টে চোটের কারণে খেলতে পারেননি লায়ন। এরপর থেকে পুরোপুরি ফিট থাকা অবস্থায় তিনি কখনও বাদ পড়েননি। ডে-নাইট টেস্টে তার পরিসংখ্যানও চোখে পড়ার মতো—২৫.৬২ গড়ে ৪৩ উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss