সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর প্রথমবার মুখোমুখি বৈঠকে বসলো বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়। দীর্ঘ বিরতির পর বুধবার (১৯ নভেম্বর) দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
কলম্বো সিকিউরিটি কনক্লেভের (CSC) ৭ম অধিবেশনে যোগ দিতে একটি প্রতিনিধি দলের নেতৃত্বে দিল্লি সফরে রয়েছেন খলিলুর রহমান। সম্মেলনের পাশাপাশি দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের এই বৈঠককে আঞ্চলিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।
দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, বৈঠকে সিএসসি’র অগ্রগতি, আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক নানা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া অজিত দোভালকে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। তবে কোন সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ করেনি হাইকমিশন।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ সরকার পতন ও শেখ হাসিনার ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর দুই দেশের সম্পর্ক যেমন নতুন চ্যালেঞ্জের মুখে, তেমনি সংলাপের সুযোগও তৈরি হয়েছে। তাদের মতে, এই বৈঠক দুই দেশের পারস্পরিক উদ্বেগ ও অবস্থান বিনিময়ের একটি সুযোগ তৈরি করেছে।
সাবেক রাষ্ট্রদূত এম. সফিউল্লাহ বলেন, “দুই দেশের বর্তমান প্রেক্ষাপটে আলোচনার ধারাবাহিকতা বজায় থাকা জরুরি। বাংলাদেশ তার উদ্বেগ জানাবে, ভারতও তাদের মতামত তুলে ধরবে— ফলে ভবিষ্যতের সহযোগিতার পথ আরও পরিষ্কার হবে।”
এদিকে বৃহস্পতিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চলের পাঁচ দেশের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন, যেখানে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মরিশাস ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিশ্লেষকদের মতে, এই সম্মেলন আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করবে।
Leave a Reply
You must be logged in to post a comment.