ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে “হাজারবার মৃত্যুদণ্ড দিলেও কম হবে” বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
এদিন জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুর সাড়ে ১২টার দিকে রায় পাঠ শুরু করেন বিচারক।
এর আগে সকালে ট্রাইব্যুনালের গেটে এসে উপস্থিত হন মীর স্নিগ্ধ। সাংবাদিকদের তিনি বলেন, “বাংলাদেশের জনগণ ইতিমধ্যে ৫ আগস্টেই তাদের রায় দিয়ে দিয়েছে। এখন কোর্ট থেকে শুধু আনুষ্ঠানিকভাবে রায় প্রকাশের অপেক্ষা।”
আজকের রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড প্রত্যাশা করে তিনি আরও বলেন, “শেখ হাসিনা যে অন্যায় করেছেন, তাতে হাজারবার মৃত্যুদণ্ড দিলেও তা কম হয়ে যাবে।”
Leave a Reply
You must be logged in to post a comment.