উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হাসপাতালে দগ্ধদের দেখতে না যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ জুলাই) রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আপনারা হাসপাতালে ভিড় করবেন না। যারা আহত, তাদের শরীরে এখন রোগ প্রতিরোধের শক্তি নেই। সেখানে ভিড় করলে কোন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়বে বলা মুশকিল।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “আজকের এই মর্মান্তিক ঘটনায় আমি এবং পুরো জাতি স্তব্ধ। আমরা কল্পনাও করিনি, এমন একটা হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটবে। হতাহত শিশুদের অভিভাবকদের কী জবাব দেবো? আমাদের নিজেদের কাছেই কোনো উত্তর নেই।”
তিনি জানান, সরকার দ্রুত চিকিৎসা ও তদন্ত কার্যক্রম চালাচ্ছে। জাতির প্রতি দোয়ার আহ্বান জানিয়ে বলেন, “এই কঠিন সময়ে আমরা আপনাদের পাশে আছি। দেশবাসীকে অনুরোধ করব, হাসপাতালে ভিড় না করে ঘরে বসেই আহতদের জন্য দোয়া করুন।”
এর আগে দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের মাত্র ১২ মিনিট পর বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইএসপিআর। ফায়ার সার্ভিস জানিয়েছে, দেড়শতাধিক আহত হয়েছেন। ঘটনাস্থলে ১টা ২২ মিনিটে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
Leave a Reply