মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হামাস শান্তির জন্য প্রস্তুত এবং তারা গাজার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দিতে ও সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে। তবে সংগঠনটি নিরস্ত্রীকরণের বিষয়ে কিছু বলেনি। হামাস জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনায় অংশ নিতে প্রস্তুত।
ভিডিও বার্তায় ট্রাম্প এই ঘটনাকে “অভূতপূর্ব” বলে উল্লেখ করেন এবং চুক্তির বিষয়গুলোকে “বাস্তব ভিত্তিতে স্থির করা জরুরি” বলেন। তিনি আরও জানান, হামাস এখন “স্থায়ী শান্তির” জন্য প্রস্তুত এবং ইসরায়েলকে “গাজায় বোমা হামলা অবিলম্বে বন্ধ করার” আহ্বান জানান।
তবে ট্রাম্পের আহ্বানের পরও ইসরায়েলি বিমান হামলায় শুক্রবার গাজা উপত্যকায় অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৬ হাজারেরও বেশি মানুষ নিহত ও ১ লাখ ৬৯ হাজারের বেশি আহত হয়েছেন।
Leave a Reply