ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় হামাসের ইতিবাচক প্রতিক্রিয়ায় বিশ্বজুড়ে শুরু হয়েছে আশার সঞ্চার। দুই বছর ধরে চলা ইসরায়েলের গাজা অভিযানে এটি এক সম্ভাব্য মোড় ঘুরানোর ইঙ্গিত বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
শুক্রবার রাতে হামাস জানায়, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার বেশিরভাগ অংশে সম্মতি দিচ্ছে এবং বাকি বন্দিদের মুক্তি ও ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতিও নিয়েছে। তবে কিছু বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। হামাসের এ প্রতিক্রিয়ার পর ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের নির্দেশ দেন, যা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে “আশ্চর্যের” সৃষ্টি করে।
ইসরায়েলি সেনারা ইতিমধ্যে পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। এদিকে আল জাজিরা জানায়, হামাসের প্রতিক্রিয়ার পর গাজায় ইসরায়েলি হামলা কমে গেলেও শনিবার একটি ড্রোন হামলায় দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় দুই শিশু নিহত হয়। এতদিকে, হামাসের সম্মতিতে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব নেতারা, জাতিসংঘের মহাসচিব গুতেরেস হামাসের বিবৃতিকে “আশার বার্তা” হিসেবে দেখছেন। কাতার হামাসের সম্মতিকে “ইতিবাচক ও মানবিক পদক্ষেপ” হিসেবে অ্যাখ্যা দিয়েছে ও তৎক্ষণিক যুদ্ধ বন্ধের আহ্বান জানিছে
সূত্র আল জাজিরা
Leave a Reply