ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুলিশের ওপর ধারাবাহিক হামলা চলতে থাকলে নিরাপত্তার দায়ভার জনসাধারণকেই নিতে হতে পারে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সতর্কবার্তা দেন।
এর আগের দিন রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুর পল্লবী থানার সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দায়িত্বে থাকা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুর ইসলামসহ তিনজন আহত হন। ঘটনাটি পুলিশের মনোবলে আঘাত হেনেছে বলে মন্তব্য করেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন,
“ককটেল মেরে পুলিশ সদস্যকে আহত করা হয়েছে। এতে শুধু পুলিশ না, সবাইই ক্ষতিগ্রস্ত হবে। এ ধরনের নাশকতা চলতে থাকলে নিজের ঘরবাড়ি নিজেদেরকেই পাহারা দিতে হবে।”
সম্প্রতি ১৬ নভেম্বর এক বেতার বার্তায় গাড়িতে আগুন দেওয়া বা ককটেল নিক্ষেপের মতো নাশকতার পরিস্থিতিতে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। এ বিষয়ে তিনি বলেন,
“নাশকতা করলে গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল মেরে নাশকতা করলে আইন কঠোরভাবে প্রয়োগ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।”
পুলিশ বলছে, নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব হামলা চালানো হচ্ছে। তবে তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.