প্রথমবারের মতো ঢাকায় পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ভক্তদের সঙ্গে দেখা ও মতবিনিময়ের জন্য তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঐতিহাসিক আহসান মঞ্জিলে বাংলাদেশের ইউটিউব ব্যক্তিত্ব ও অভিনেতা রাফসান দ্য ছোটো ভাইয়ের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত দেখা যায় তাকে।
ঢাকায় আসার পর থেকেই বাংলাদেশি ভক্তদের উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেছেন হানিয়া। এরই মধ্যে রাজধানীতে কাটানো তার কিছু মুহূর্ত নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।
রাফসান সামাজিক যোগাযোগ মাধ্যমে হানিয়ার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে মজার ক্যাপশন দিয়েছেন—
“হানিয়া কেন ব্রেকআপ ঝালমুড়ি খেলো।”
ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, রাফসানের সঙ্গে ফুচকা ও ঝালমুড়ি খাচ্ছেন হানিয়া; পাশাপাশি মাটির কাপে দুধ চা উপভোগও করেন তারা।
প্রসঙ্গত, আগামী ২১ সেপ্টেম্বর সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন এই পাকিস্তানি তারকা। এরপর নিজ দেশ পাকিস্তানে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।
Leave a Reply