সন্ত্রাসীদের গুলিতে নিহত শরিফ ওসমান হাদি হত্যা মামলার বিচার ২৫ দিনের মধ্যে সম্পন্ন করার দাবি জানিয়েছে সংগঠন মঞ্চ-২৪। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
সংবাদ সম্মেলনে মঞ্চ-২৪ জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার এখনো হত্যাকারীদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
সংগঠনটির নেতারা আরও দাবি করেন, যেসব আসামি ভারতে পালিয়ে রয়েছে, তাদের বন্দী বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা না হলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে।
তারা বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। একইসঙ্গে নির্বাচনের আগে দেশবিরোধী ও বিদেশি এজেন্টদের চিহ্নিত না করা হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা।
সংবাদ সম্মেলন থেকে হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.