শহীদ শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি বৃহত্তর আন্দোলনের দিকেও এগোবেন তারা।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা একটি ট্রাকে চড়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। ফার্মগেট থেকে শুরু হওয়া মার্চটি শাহবাগে এসে শেষ হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে নানা স্লোগান দেন।
কর্মসূচি চলাকালে সংগঠনটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ফাহিম রহমান বলেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি চলবে। একইসঙ্গে চার দফা দাবি নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবে ইনকিলাব মঞ্চ। এসব আলোচনা শেষে আরও কঠোর ও বড় আন্দোলনের ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রিকশায় করে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে সব চিকিৎসা চেষ্টা ব্যর্থ করে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠাই তাদের এই আন্দোলনের মূল লক্ষ্য।
Leave a Reply
You must be logged in to post a comment.