ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটি। এতে গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যানচলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে একটি মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় তারা হাদি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা ও খুনীদের চিহ্নিত না করা পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না। হাদিকে হত্যা করে ইনকিলাব মঞ্চকে থামানো যাবে না। এই আন্দোলন চলবে।
শাহবাগ মোড় অবরোধের ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।