ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। দেশের যেখানেই থাকুক, এই ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, পরাজিত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী শক্তির এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। “ভয় দেখিয়ে, সন্ত্রাস ছড়িয়ে কিংবা রক্ত ঝরিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না,”—জোর দিয়ে উল্লেখ করেন তিনি।
দেশবাসীর প্রতি সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, “অপপ্রচার ও গুজবে কান দেবেন না। যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের মাটিতে আর কখনোই ফিরে আসতে পারবে না।”
Leave a Reply
You must be logged in to post a comment.