1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

হাদির স্মরণে জার্সি উৎসর্গ করল রাজশাহী ওয়ারিয়র্স

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও প্রয়াত রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির স্মরণে নিজেদের অফিসিয়াল জার্সি উৎসর্গ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি দল রাজশাহী ওয়ারিয়র্স। শনিবার (২০ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় ফ্র্যাঞ্চাইজিটি।

সন্ত্রাসীদের গুলিতে নিহত ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। তরুণ এই জনপ্রিয় নেতার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হচ্ছে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে ক্রীড়াঙ্গন, শোবিজ ও সামাজিক পরিমণ্ডল—সবখানেই নেমে এসেছে গভীর শোক।

হাদির মৃত্যুতে ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া পড়েছে। বিভিন্ন ক্রীড়া বোর্ড ও ফেডারেশনের পক্ষ থেকে শোকবার্তা জানানো হলেও ব্যতিক্রমী ও সম্মানজনক উদ্যোগ নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। দলটি সিদ্ধান্ত নিয়েছে, প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেদের অফিসিয়াল জার্সি তার নামে উৎসর্গ করবে।

বিবৃতিতে রাজশাহী ওয়ারিয়র্স জানায়,
‘শহীদ শরিফ ওসমান হাদির অপরিসীম আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানিয়ে রাজশাহী ওয়ারিয়র্স তাদের অফিসিয়াল জার্সি তার স্মরণে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে। কোনো আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই আমাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে জার্সিটি উন্মোচন করা হবে।’

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী গণসংযোগের সময় রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে দেশে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে সরকারি উদ্যোগে ১৫ ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরদিন সিঙ্গাপুরে প্রথম জানাজা শেষে তার মরদেহ ঢাকায় আনা হয়। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss