জীবন-মৃত্যুর সংকটাপন্ন অবস্থায় থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সিঙ্গাপুরেই অস্ত্রোপচার করার অনুমতি তার পরিবার দিয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ওসমান হাদি বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন এবং পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সিঙ্গাপুরেই তার অপারেশন করা হবে। এ সময় সংগঠনটির পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
তবে বিবৃতিতে আরও বলা হয়, যদি ওসমান হাদির শারীরিক অবস্থার অবনতি ঘটে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ঘটনার বিচার ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হবে। এ জন্য রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচির কথাও উল্লেখ করা হয়।
এছাড়া, অভিযুক্ত ব্যক্তি দেশত্যাগ করে ভারতে অবস্থান করলে, ভারত সরকারের সঙ্গে আলোচনা করে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে বিবৃতিতে।
উল্লেখ্য, ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.