বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড ভেঙে প্রতি ট্রয় আউন্স ৩,৫৩২ ডলার ছুঁয়েছে, যা ২০২২ সালের শেষের দিক থেকে প্রায় ৯০% বৃদ্ধি। আন্তর্জাতিক সংবাদমাধম রয়টার্স আর মতে , স্বর্ণের দাম বাড়ার প্রধান করুন গুলোর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয়, বৈশ্বিক অনিশ্চয়তা ও বাণিজ্য যুদ্ধ, ডলারের বিকল্প হিসেবে স্বর্ণে ঝোঁক ইত্যাদি কারণে বর্তমান সময় অন্যান সময়ের তুলনায় স্বর্ণের দাম সব চেয়ে বেশি ২০২২ সাল থেকে প্রতি বছর কেন্দ্রীয় ব্যাংকগুলো ১,০০০ টনের বেশি স্বর্ণ কিনছে। এ প্রবণতা চলতি বছরও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
অলংকারের চাহিদায় ধস, ডব্লিউজিসি’র তথ্যমতে, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে স্বর্ণালঙ্কারের চাহিদা ১৪% কমে ৩৪১ টনে নেমেছে—যা ২০২০ সালের মহামারির পর সর্বনিম্ন। সবচেয়ে বড় প্রভাব পড়েছে চীন ও ভারতের বাজারে।
বিনিয়োগের চিত্র স্বর্ণের বারে বিনিয়োগ বেড়েছে ১০%, তবে স্বর্ণের মুদ্রার চাহিদা কমেছে ৩১%, খুচরা বিনিয়োগ মোটের ওপর শক্তিশালী রয়েছে
গোল্ড ইটিএফের উত্থান, ২০২৫ সালে গোল্ড ইটিএফ আবারও শক্তিশালী অবস্থানে ফিরেছে। এ খাতে জানুয়ারি–জুন পর্যন্ত ৩৯৭ টন স্বর্ণ প্রবাহিত হয়েছে, যা ২০২০ সালের পর সর্বোচ্চ।
Leave a Reply