আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন চিকিৎসক ও সমাজকর্মী ডা. তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে ডা. তাসনিম জারা বলেন, খিলগাঁওয়ের সন্তান হিসেবে এলাকার মানুষের সেবা করাই তার আজীবনের স্বপ্ন। সংসদ সদস্য হিসেবে দেশ ও মানুষের জন্য কাজ করার ইচ্ছা থাকলেও বর্তমান বাস্তবতায় তিনি কোনো রাজনৈতিক দল বা জোটের প্রার্থী না হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি তিনি দেশবাসীকে দিয়েছেন, তা রক্ষার লক্ষ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামছেন।
ঢাকা-৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার ভোটারদের উদ্দেশে ডা. জারা বলেন,
“স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার কোনো দলীয় কার্যালয় কিংবা সুসংগঠিত কর্মী বাহিনী থাকবে না। আপনাদের মেয়ে হিসেবে আমার একমাত্র ভরসা আপনারাই। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অদম্য ইচ্ছার প্রতি আপনাদের সমর্থন চাই।”
নির্বাচনী বিধিমালা অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন। আগামীকাল থেকেই এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি এবং এলাকাবাসীকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে, যারা আগে দলীয় প্রার্থী হিসেবে তাকে বিবেচনা করে নির্বাচনী ফান্ডে অনুদান দিয়েছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডা. তাসনিম জারা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কেউ চাইলে নির্দিষ্ট ফর্ম পূরণ করে যাচাই সাপেক্ষে অনুদানের অর্থ ফেরত নিতে পারবেন।