1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’-এ অংশ নিচ্ছেন জেমস, কণা ও ইমরান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৩১ Time View

বিশ্ব সংস্কৃতি ও বিনোদনের মিলনমেলা ‘রিয়াদ সিজন’-এর ধারাবাহিকতায় সৌদি আরবে শুরু হয়েছে নতুন আয়োজন ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’। চলমান এ উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস, দিলশাদ নাহার কণা এবং ইমরান মাহমুদুল।

সৌদি সরকারের সরাসরি আমন্ত্রণে অংশ নেওয়া এই তিন শিল্পী ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দাম্মামের আল ইসকান পার্কে বাংলাদেশ অংশের নানা আয়োজনের সঙ্গে মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন। আয়োজনে থাকছে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প, শিশুদের জন্য বিশেষ কার্যক্রম, কর্মশালা ও সাংস্কৃতিক পরিবেশনা।

সাত বছর ধরে সৌদি আরব প্রতি বছর আয়োজন করে এই বৃহৎ আন্তর্জাতিক অনুষ্ঠান, যার প্রতিটি সংস্করণে ভিন্ন নাম ও থিম থাকে। এবার ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে এ উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশ ছাড়াও সুদান, ভারত ও ফিলিপাইনের শিল্পীরা।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো সৌদি মঞ্চে গান পরিবেশন করতে যাচ্ছেন জেমস। গত বছর ‘বাংলাদেশ কালচার’ কনসার্টে তার উপস্থিতিতে রিয়াদের আল-সুওয়াইদি পার্ক দর্শকে কানায় কানায় পূর্ণ হয়েছিল। তিনি জানান, “রেমিট্যান্স যোদ্ধাদের জীবনে একটু আনন্দ দিতে পারা আমার জন্য গর্বের। তাদের সঙ্গে গানে মেলবন্ধন তৈরি করে যে ভালোবাসা পেয়েছি, তা ভাষায় প্রকাশযোগ্য নয়।”

সংগীতশিল্পী কণা বলেন, “সৌদিতে বসবাসকারী বাংলাদেশিরা আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের জন্য গান গাইতে পারাটা আমার জন্য অনেক সম্মানের।”

ইমরান মাহমুদুল জানান, “প্রবাসী ভাই-বোনদের জন্য বারবার গান নিয়ে হাজির হতে পারা সৌভাগ্যের। ১ মে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পারফর্ম করব। সবার সঙ্গে দারুণ সময় কাটবে, ইনশাআল্লাহ।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss