সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সম্মানে হোয়াইট হাউস আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় রাতের এই আড়ম্বরপূর্ণ ডিনারে শোবিজ, প্রযুক্তি, ক্রীড়া এবং ব্যবসায় জগতের বহু তারকারা উপস্থিত ছিলেন।
ডিনার শুরু হওয়ার আগে অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রোনালদোকে হোস্ট করা তার জন্য “অনেক বড় সম্মান”। তিনি রোনালদোর জনপ্রিয়তা, বিশ্বব্যাপী প্রভাব এবং পেশাদারিত্বেরও প্রশংসা করেন।
সাম্প্রতিক সময়ে সৌদি ক্রাউন প্রিন্স দেশটির তেলনির্ভরতা কমিয়ে খেলাধুলা, পর্যটন এবং বড় বড় উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াচ্ছেন। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক তারকা ও ব্যবসায়ীদের সঙ্গে কূটনীতি জোরদার করছেন তিনি।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে রোনালদো ডিনারে উপস্থিত ছিলেন। তবে তিনি ক্রাউন প্রিন্সের অফিসিয়াল প্রতিনিধিদলের অংশ ছিলেন কি না তা নিশ্চিত করেননি।
ডিনারের অতিথিদের মধ্যে ছিলেন প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্ক, অ্যাপল সিইও টিম কুকসহ অন্যান্য প্রভাবশালী উদ্যোক্তারা।
অনুষ্ঠানে সৌদি আরবের পর্যটন, উন্নয়ন প্রকল্প এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রতি আগ্রহের কথাও উঠে আসে। ক্রাউন প্রিন্সকে উদ্দেশ করে কয়েকজন অতিথি মজার ছলে তাকে “আমাদের বস” বলে উল্লেখ করেন, যা মুহূর্তেই আলোচনায় জায়গা করে নেয়।
Leave a Reply
You must be logged in to post a comment.