ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা দেশের টেলিভিশন জগতে এক পরিচিত নাম। মডেলিং দিয়ে শুরু হলেও মিউজিক ভিডিও ও নাটকের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিশা বেশ সক্রিয়।
সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি জানান, “এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে লাভলী মুহূর্ত। আমার মা দ্বিতীয়বার কোথাও ‘আদর্শ মা’ হিসেবে পুরস্কার পেলেন। প্রতিটি আর্টিস্ট সন্তানের পেছনে বাবা-মায়ের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ব থেকেই আমি এখানে দাঁড়িয়ে কাজ করছি, শুধুমাত্র আমার মায়ের জন্য। তাকে সম্মাননা দেওয়া হয়েছে—এটার থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। আমি খুবই খুশি।”
ভক্তদের জন্য সুখবরও শেয়ার করেন তিশা, “আমার দর্শকরা যেটা চায়, আমিও সেটাই চাই। সবসময় চেষ্টা করি বেছে বেছে কোয়ালিটি সম্পন্ন কাজের সঙ্গে যুক্ত থাকার। খুব শিগগিরই আমাকে সিনেমায় দেখা যাবে।”
অভিনেত্রীর কথায়, “আমার দর্শকদের জন্যই আজ আমি এই অবস্থানে। আমার জেনুইন কিছু দর্শক আছেন, তাদের জন্যই সবকিছু। সবাইকে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা ও সাপোর্ট দেয়ার জন্য।”
Leave a Reply