সিলেটে বহুল আলোচিত সাদাপাথর লুটপাটের ঘটনায় পদ হারানো কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৯ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এর পর থেকেই র্যাব দায়ীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র্যাব-৯, সিপিএসসি সিলেটের একটি আভিযানিক দল কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে গ্রেফতার করে। তিনি ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাটে অভিযুক্ত অন্যতম মূলহোতা।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান, সাহাব উদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় মোট সাতটি মামলা রয়েছে। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ১১ আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়।
Leave a Reply