বিপিএলের সিলেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত দিনে দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্স মুখোমুখি হয়। আগের দেখায় ৬ রানের ব্যবধানে হেরে যাওয়ার পর এই ম্যাচ ছিল ঢাকার প্রতিশোধের সুযোগ।
সিলেট টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন আরিফুল ইসলাম। তবে ম্যাচের হাইলাইট ছিল মঈন আলীর ৮ বলে ২৮ রানের ধ্রুব ক্যামিও ইনিংস, যা শেষ দুই ওভারকে রানের দিক থেকে অত্যন্ত ফলপ্রসূ করে তোলে।
ঢাকার হয়ে বোলিংয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জিয়াউর রহমান, ৩৫ রান খরচ করে। এছাড়া এক উইকেট করে নেন ইমাদ ওয়াসিম, নাসির হোসেন ও সাইফ হাসান।
দুই দলের অবস্থান টেবিলে খুব ভালো নয়। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে সিলেট, আর ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচে ঢাকা। তাই এই ম্যাচ দুদলের জন্যই প্লে-অফে টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ।
সিলেটের ব্যাটিং শুরু ভালো ছিল, ওপেনার পারভেজ হোসেন ইমন ও তৌফিক খান পাওয়ার প্লেতে ৪৮ রান জুটি গড়েন। তবে সপ্তম ওভারে জিয়াউর হোসেনের বোলিংয়ে তাদের দুই ওপেনার সাজঘরে ফেরেন। চতুর্থ উইকেটে আরিফুল ইসলাম ও আজমতউল্লাহ ওমরজাই ৬২ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। শেষ দুই ওভারে মঈন আলীর ঝড়ো ব্যাটিংয়ে ২৮ রান আসে।
শেষ পর্যন্ত সিলেট ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রানের টার্গেট স্থাপন করে।
Leave a Reply
You must be logged in to post a comment.