সিলেট টাইটান্স আগের ম্যাচে ১৪৪ রানের সংগ্রহ করলেও চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে আজ তারা ২০ ওভারে মাত্র ৭ উইকেটে ১২৬ রানই করতে পারলো। রংপুরের কাছে হারের পর সিলেট ব্যাটিং একাদশ ও অর্ডারে পরিবর্তন এনেছিল, কিন্তু রানের চাকা ঘোরাতে পারলো না।
আজ ওপেনিংয়ে নেমে মাত্র ৫ রান করা মেহেদী হাসান মিরাজ শিকার হন মুকিদুল ইসলামের হাতে। হজরতউল্লাহ জাজাই ৪ রানে আউট হন মেহেদীকে উইকেট দিয়ে। দলীয় ২৬ রানে বিদায় নেন জাজাই, স্কোর বোর্ডে রান উঠার আগেই বিদায় হন জাকির হাসান (১৫)।
এরপর ইথান ব্রুকসকে আউট করার মাধ্যমে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান মির্জা বেগ, যদিও চট্টগ্রাম তা নাকচ করে। দলের ৩৪ রানে আফিফ হোসেন বিদায় নেন। পারভেজ হোসেন ইমন ও আজমতউল্লাহ ওমরজাই মিলে ৪৩ রানের জুটি গড়েন।
শেষ দিকে আজমতউল্লাহ ৪৪ রান করেন ৪ চার ও ১ ছয়ে। রাহাতুল ফেরদৌস ১৭ ও নাসুম আহমেদ ১৩ রানে দলকে ১২৬ রানে পৌঁছে দেন।
চট্টগ্রামের হয়ে মেহেদী হাসান ২ উইকেট নেন ১৮ রানের বিনিময়ে। মির্জা বেগ ২.৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও আমের জামাল পান একজন করে উইকেট।
Leave a Reply
You must be logged in to post a comment.