বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যেখানে খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা লেগেই থাকে, সেখানে টুর্নামেন্টের শুরুতেই ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলো রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে দাপুটে জয়ের পর খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফদেরও বোনাস দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
শনিবার (২৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে রাজশাহী কর্তৃপক্ষ।
১৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীর জয়ের মূল নায়ক ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ৬০ বল মোকাবেলায় ১০টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমও ছিলেন সমান কার্যকর। ৩৮ বছর বয়সী এই তারকা ৩১ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫১ রান করে দলের জয় নিশ্চিত করেন।
দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে, সেঞ্চুরি করা শান্ত পেয়েছেন ১ লাখ টাকা বোনাস। ফিফটি করা মুশফিক পেয়েছেন ৫০ হাজার টাকা। দলের বাকি সব খেলোয়াড়, কোচ ও সহায়ক স্টাফদের প্রত্যেকে পেয়েছেন ১০ হাজার টাকা করে বোনাস।
বিপিএলের ইতিহাসে উদ্বোধনী ম্যাচেই এমনভাবে পুরো দল ও স্টাফদের বোনাস দেওয়া সত্যিই বিরল ঘটনা। এর আগে শিরোপা জয়ের পর বোনাস দেওয়ার নজির থাকলেও, মৌসুমের শুরুতেই এমন উদ্যোগ আগে দেখা যায়নি।
তবে প্রথম ম্যাচের সাফল্যে বেশিক্ষণ আনন্দ করার সুযোগ পাচ্ছে না রাজশাহী। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই আবার মাঠে নামতে হচ্ছে দলটিকে। আজ দুপুরে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে তারা।