নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। নামাজের নির্দিষ্ট রুকন ও নিয়ম রয়েছে। তার মধ্যে বৈঠক বা হাঁটুগেড়ে বসা (তাশাহহুদ) একটি গুরুত্বপূর্ণ অংশ।
প্রতি দুই রাকাত পর বৈঠক করতে হয়। দুই রাকাতবিশিষ্ট নামাজের শেষে বৈঠক করা ফরজ, আর চার রাকাতবিশিষ্ট নামাজের প্রথম দুই রাকাতের পর বৈঠক করা ওয়াজিব এবং শেষের বৈঠক ফরজ।
তাশাহহুদের শেষ অংশে শাহাদাত আঙুল (তর্জনী) তোলা সুন্নত।
‘আশহাদু আল্লা ইলাহা’ পড়ার সময় বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা দিয়ে গোলাকৃতি বানিয়ে শাহাদাত আঙুল তুলতে হয়। কনিষ্ঠা ও অনামিকা ভাজ করে হাতের তালুর সঙ্গে মিলিয়ে রাখতে হয়।
‘ইল্লাল্লাহ’ বলার পর শাহাদাত আঙুল নিচে নামাতে হয়।
অন্য আঙুলগুলো সেই অবস্থাতেই থাকবে যতক্ষণ না নামাজ শেষ হয়।
বিখ্যাত সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণনা করেন—
নবীজি (সা.) যখন নামাজে বসতেন, তখন দুই হাত হাঁটুর ওপর রাখতেন। ডান হাতের বৃদ্ধাঙ্গুলির পাশের আঙুল উঠিয়ে ইশারা করতেন এবং বাম হাত বাম হাঁটুর ওপর ছড়িয়ে রাখতেন।
(মুসলিম: ১৩৩৭)ইশারা শেষ করে আর আঙুল নাড়ানো যাবে না।
(মুসলিম: ১৩৩৬)
Leave a Reply