সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশ গমনের ঘটনায় প্রশাসনিক ব্যত্যয় বা দায়িত্বে গাফিলতি ছিল কি না—তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। রোববার (১১ মে) গঠিত এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। কমিটির বাকি দুই সদস্য হলেন: পরিবেশ আন্দোলনের নেত্রী ও বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সাবেক সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, যিনি বর্তমানে নৌ-পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
কমিটিকে ৭ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমনের পুরো প্রক্রিয়া বিশ্লেষণ করে দেখতে বলা হয়েছে। বিশেষ করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি, নিয়ম লঙ্ঘন, বা প্রশাসনিক ত্রুটি ছিল কি না—তা নির্ধারণ করে দায়ীদের শনাক্ত করা এবং ভবিষ্যতের জন্য উপযুক্ত সুপারিশ পেশ করাই কমিটির মূল লক্ষ্য।
প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাত্রা সাধারণত একটি প্রটোকলভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে হয় এবং এতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় থাকা আবশ্যক। সেই প্রেক্ষাপটে, আবদুল হামিদের সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে প্রশাসনের ভেতরে নানা প্রশ্ন এবং উদ্বেগের জন্ম দেয়, যা তদন্তের প্রয়োজনীয়তা তৈরি করেছে।
এই তদন্ত প্রক্রিয়ার ফলাফল ও সুপারিশ ভবিষ্যতে রাষ্ট্রীয় পর্যায়ে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে নীতিনির্ধারণী ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।