মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যকার সংক্ষিপ্ত সামরিক সংঘাতের সময় “সাতটি নতুন, সুন্দর বিমান” ভূপাতিত হয়েছিল। একইসঙ্গে তিনি ওই সংঘাতের অবসান ঘটানোর কৃতিত্বও নিজের কূটনৈতিক উদ্যোগ ও বাণিজ্যনীতির সাফল্যের ওপর আরোপ করেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) জাপানে ব্যবসায়ী নেতাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন,
“আপনি যদি ভারত ও পাকিস্তানের দিকে তাকান, তারাও এর মধ্য দিয়ে গেছে। সাতটি নতুন, সুন্দর বিমান গুলি করে নামানো হয়েছিল।”
ট্রাম্প জানান, সেই সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ—দু’জনের সঙ্গেই কথা বলেছেন। পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকেও তিনি সতর্ক বার্তা দিয়েছিলেন যে, যদি দুই দেশ যুদ্ধ চালিয়ে যায় তবে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কোনো বাণিজ্য করবে না।
“আমরা স্পষ্ট করে দিয়েছিলাম—যদি লড়াই করেন, তাহলে কোনো বাণিজ্য চুক্তি হবে না। আর ২৪ ঘণ্টার মধ্যেই যুদ্ধ শেষ হয়ে গেল,”
বলেছেন ট্রাম্প।
তিনি আরও দাবি করেন,
“আমার ধারণা, যুদ্ধ থামাতে বাণিজ্য ৭০ শতাংশ ভূমিকা রেখেছিল।”
এর আগে, মে মাসে পারমাণবিক শক্তিধর দুই দেশ—ভারত ও পাকিস্তান—চার দিনের এক সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। ট্রাম্পের দাবি অনুযায়ী, ১০ মে তার মধ্যস্থতায় সেই সংঘাতের অবসান ঘটে।
এ সময় বিশ্বব্যাপী সংঘাত নিরসনে **‘বাণিজ্য ও শুল্ককে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার কৃতিত্ব’**ও নিজের কাঁধে তুলে নেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন,
“বেশিরভাগ যুদ্ধ আমি বন্ধ করেছি বাণিজ্য ও শুল্ক আরোপের মাধ্যমে। এটি বিশ্বের জন্য এক অসাধারণ কাজ।”
ট্রাম্প আরও জানান, পাকিস্তান-ভারতের সেই সংঘাতসহ এ পর্যন্ত তিনি “আটটি যুদ্ধ প্রতিরোধে ভূমিকা রেখেছেন”, যা তিনি “চুক্তি ও বাণিজ্যের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা” বলে উল্লেখ করেন।