রাজধানীর দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতু ইবরাহীম মাদ্রাসার ৩১ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৩ ও ১৪ নভেম্বর দুই দিনব্যাপী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রাক্তন সাড়ে ৩ হাজার হাফেজ, আলেম ও মুফতিকে সম্মাননা স্বরূপ মাথায় পাগড়ি পরিয়ে দস্তারবন্দী করা হবে।
রাজধানী ঢাকার প্রখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতু ইবরাহীম মাদ্রাসা প্রতিষ্ঠার ৩১ বছর পূর্তি উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মহাসম্মেলন। আগামী ১৩ ও ১৪ নভেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার) দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, ভারতের দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ও ইউরোপের শীর্ষ আলেম-ওলামা ও ইসলামিক স্কলাররা বয়ান করবেন।
এ উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাড়ে তিন হাজার হাফেজ, আলেম ও মুফতিকে দস্তারবন্দী (সম্মাননা পাগড়ি) পরিয়ে সম্মাননা প্রদান করা হবে। প্রাক্তন ছাত্রদের মধ্যে আত্মিক সম্পর্ক জোরদার করতেই এই আয়োজন।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় পঞ্চাশ হাজার মানুষের ধারণক্ষমতা সম্পন্ন বিশাল প্যান্ডেল ও অন্যান্য সব আয়োজন সম্পন্ন হয়েছে।
প্রথম দিন অর্থাৎ ১৩ নভেম্বর সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে দস্তারবন্দী সম্মেলনের উদ্বোধন হবে, যা ১৪ নভেম্বর রাত ১০টায় আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।
সম্মেলনে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের মধ্যে রয়েছেন—
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী
দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী
ভারতের মাওলানা রহমতুল্লাহ কাশ্মীরী ও শায়খ আব্দুর রউফ মাক্কী
পাকিস্তানের মাওলানা ইলিয়াস ঘুম্মান ও মাওলানা আওরঙ্গজেব ফারুক
যুক্তরাজ্যের ড. মুফতি আব্দুর রহমান মাঙ্গেরা
বাংলাদেশি আলেম মাওলানা মাহফুজুল হক, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মামুনুল হক প্রমুখ।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই মহাসম্মেলনে অংশগ্রহণ করে ইসলামি শিক্ষা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিন।”
Leave a Reply
You must be logged in to post a comment.