বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সোমবার (১ সেপ্টেম্বর) হুঁশিয়ার করে বলেছেন, সাজানো নির্বাচন হলে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল এতে অংশ নেবে না। তিনি এই মন্তব্য করেন জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে, যা আয়োজন করে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।
গোলাম পরওয়ার বৈঠকে বলেন,
“আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সাজানো নির্বাচন হলে কোনো দেশপ্রেমিক দল এতে অংশ নেবে না।”
তিনি আরও উল্লেখ করেন, পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতি নিয়ে কিছু দল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন,
“কেয়ারটেকার সরকারের সময় পদ্ধতির গুরুত্ব জাতি বুঝেছে। পিআর পদ্ধতিতেও জাতি যোগ্য প্রতিনিধিকে সংসদে পাঠাতে সক্ষম হবে।”
গোলাম পরওয়ার দাবি করেন, বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্বকারী দলগুলো আগামী নির্বাচনে পিআর পদ্ধতি চায়। গণভোটে পিআর গ্রহণযোগ্য না হলে, তারা পিআর-এর দাবিতেও সরে আসবেন।
তিনি রাষ্ট্র সংস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন,
“প্রয়োজনীয় সংস্কার ছাড়া ক্ষমতায় যাওয়া স্বৈরাচারের পথ খুলে দেবে। বিদ্যমান কাঠামোয় যদি আমরা ক্ষমতায় আসি, তবে সেটিও স্বৈরাচার হয়ে যাবে।”
এ সময় তিনি জুলাই সনদের আইনিভিত্তি ও আগামী নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিতকরণের জন্য অধ্যাদেশ বা গণভোটের প্রয়োজনীয়তাও পুনর্ব্যক্ত করেন।
Leave a Reply