চিত্রনায়িকা পরীমণি কর্তৃক গৃহকর্মী পিংকি আক্তারসহ পাঁচজনের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। মামলার অভিযোগে বলা হয়েছিল— সামাজিক মাধ্যমে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য ছড়িয়ে পরীমণির সম্মানহানি করা হয়েছে। তবে সাইবার নিরাপত্তা আইন বাতিল হওয়ায় এবং নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশে সংশ্লিষ্ট অপরাধের কোনো ধারা না থাকায় আদালত মামলাটি গ্রহণযোগ্য মনে করেননি।
মঙ্গলবার (৯ জুলাই) সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম মামলাটি খারিজের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল।
তিনি জানান, চলতি বছরের ২১ মে অন্তর্বর্তীকালীন সরকার সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাতিল করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪’ জারি করে। পরীমণি ২৩ এপ্রিল দায়ের করা মামলায় আগের আইনের ২৮ ও ৩১ ধারায় অভিযোগ আনেন, যা নতুন অধ্যাদেশে অনুপস্থিত। ফলে মামলাটি আইনি ভিত্তি হারিয়ে ফেলে।
মামলার অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ৫ মার্চ পরীমণি তার সন্তানের দেখাশোনার জন্য একটি এজেন্সির মাধ্যমে পিংকি আক্তারকে নিয়োগ দেন। কিন্তু ২ এপ্রিল পিংকি বিনা নোটিশে বাসা ত্যাগ করেন এবং পরে গণমাধ্যমে পরীমণিকে নিয়ে নানা মিথ্যা ও অশালীন মন্তব্য করেন, যা বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। এসব বক্তব্যকে কেন্দ্র করেই মামলাটি করা হয়।
আইন পরিবর্তনের কারণে মামলা বাতিল হওয়া নিয়ে পরীমণি পক্ষ হতাশা প্রকাশ করলেও, বিশ্লেষকরা বলছেন নতুন আইনে অভিযোগ অন্তর্ভুক্ত না থাকলে আদালতের কিছুই করার থাকে না।
Leave a Reply