বিশ্বকাপ বাছাই পর্বের কারণে ক্লাব ফুটবলে বিরতি থাকলেও অবসরটা শান্তভাবে কাটানোর সুযোগ পাননি প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) কোচ লুইস এনরিক। গত মৌসুমে পিএসজিকে ইতিহাসের প্রথম ট্রেবল জিতিয়ে আলোচনায় আসা এই স্প্যানিশ কোচ সাইকেল চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েছেন। দুর্ঘটনার কারণে তার কলারবোন ভেঙে গেছে।
ক্লাবের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানানো হয়, শুক্রবার দুর্ঘটনার পর লুইস এনরিককে জরুরি সেবা প্রদান করা হয়েছে এবং ভাঙা কলারবোনের অস্ত্রোপচার করা হবে। পিএসজি তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এবং দ্রুত আরোগ্য কামনা করেছে। পরবর্তী আপডেট সময়মতো জানানো হবে।
গত মাসে উয়েফা সুপার কাপ জিতে মৌসুম শুরু করা পিএসজি লিগ ১-এ প্রথম তিন ম্যাচে জয় পেয়েছে এবং বর্তমানে পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে। দলের পরবর্তী ম্যাচ ১৪ সেপ্টেম্বর লঁসের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
Leave a Reply