উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে বিকেল পাঁচটার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে আনিস আলমগীরকে আদালতে হাজির করা হয়। পরে তাকে হাজতখানায় রাখা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মুনিরুজ্জামান আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরদিন সোমবার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের অভিযোগটি আনুষ্ঠানিকভাবে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এরপর ডিবি হেফাজতে থাকা অবস্থায় তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে এবং আদালতের আদেশ অনুযায়ী তাকে রিমান্ডে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু পোস্ট ও বিভিন্ন টেলিভিশন টকশোতে করা মন্তব্যকে কেন্দ্র করে আনিস আলমগীরকে নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছিল। এসব বিষয় তদন্তের অংশ হিসেবেই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.