সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার স্বামী প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে প্রবেশের জন্য খুলে দেওয়া হয়। এরপর থেকে নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ কবর জিয়ারত করতে আসছেন।
নতুন বছরের প্রথম দিনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জিয়া উদ্যানের খালেদা জিয়ার সমাধিস্থল প্রাঙ্গণে ভিড় বৃদ্ধি পায়। দিনভর সেখানে চলছে কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত। কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে মানুষজন তাদের আবেগ-অনুভূতি প্রকাশ করছেন। উপস্থিত ব্যক্তিরা রুহের মাগফিরাত কামনা করে দোয়া করছেন। বিভিন্ন পেশাজীবী সংগঠনও শ্রদ্ধা জানাচ্ছে। কেউ অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীর স্মৃতি স্মরণ করছেন, কেউ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা প্রদর্শন করছেন। সমাধি কমপ্লেক্সের চারপাশ ফুলে ফুলে শোভিত।
গত ৩০ ডিসেম্বর বিকেল পাঁচটায় খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। তার আগে জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে বেলা ৩টায় জানাজা সম্পন্ন হয়।
দাফনের সময় উপস্থিত ছিলেন ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোটভাই আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান, বড় মেয়ে জাহিয়া রহমান, ছোট মেয়ে জাফিরা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এছাড়া বিএনপির নেতা-কর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত থেকে শোক ও শ্রদ্ধা প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.