পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
উজমা খান জানান, বোন আলিমা খান ও নওরীন খানের সঙ্গে আলোচনা করে পরে বিস্তারিত জানাবেন। তিনি বলেন, “অবশেষে সাক্ষাতের অনুমতি পাওয়ায় খুশি হয়েছি। কারাগার থেকে ফিরে গণমাধ্যমকে বিস্তারিত জানাব।”
এর আগে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছিল—ইমরান খানের সঙ্গে সাক্ষাতে উজমা খানকে অনুমতি দেওয়া হয়েছে। কারাগারে ইমরানের ‘মৃত্যুর গুজব’ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এবং পিটিআইয়ের পরিকল্পিত বিক্ষোভের আগেই এই সাক্ষাতের ব্যবস্থা করা হয়।
এদিকে নিরাপত্তাজনিত কারণে আদিয়ালা কারাগারের আশপাশে নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে আদিয়ালা জেল রোডে অতিরিক্ত পাঁচটি চেকপোস্ট বসানো হয়েছে।
সূত্র: জিও নিউজ
Leave a Reply
You must be logged in to post a comment.