বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন অফিসে উপস্থিত হয়ে তিনি এনআইডি সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা শেষ করেন।
এর আগে ভোটার হতে অনলাইনে আবেদনপত্র পূরণ করেন তারেক রহমান। পরে আগারগাঁওয়ের নির্বাচন অফিসে গিয়ে ছবি তোলা, ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ স্ক্যান ও বায়োমেট্রিকসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করেন তিনি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তিনি ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে আবেদন করেছেন।
এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, ফিঙ্গারপ্রিন্ট দেয়ার পর থেকে সর্বনিম্ন ৭ ঘণ্টা এবং সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই তারেক রহমানের এনআইডি প্রস্তুত হয়ে যাবে।
এদিকে একই সঙ্গে তারেক রহমানের কন্যা জাইমা রহমানও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।