টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর, প্রথম টি-টোয়েন্টিতেও বড় ব্যবধানে হার। একের পর এক পরাজয়ে কোণঠাসা বাংলাদেশ আজ (১৩ জুলাই) সন্ধ্যায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে লঙ্কানদের মুখোমুখি হবে সিরিজ বাঁচানোর মিশনে। ডাম্বুলার রাংগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে শ্রীলঙ্কা। আজকের ম্যাচে হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া হবে লিটন কুমার দাসের দলের। তাই দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের জন্য কার্যত ফাইনাল।
প্রথম ম্যাচের পারফরম্যান্সে ক্ষুব্ধ কোচ ফিল সিমন্স দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।
“এভাবে চলতে পারে না। আমাদের নতুন করে শুরু করতে হবে। অনুশীলনে সবাই ভালো করছে, সেই আত্মবিশ্বাস মাঠে দেখাতে হবে,” — বলেছেন টাইগার কোচ।
রাংগিরির উইকেট একেবারেই ব্যতিক্রম। সবুজ ঘাসে পেসাররা কিছুটা বাড়তি সুবিধা পেলেও, এটি ব্যাটসম্যানদের জন্য তুলনামূলক সহায়ক। সেই উইকেটেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের লক্ষ্য শ্রীলঙ্কার।
লঙ্কান ফিল্ডিং কোচ উপুল চন্দনা জানিয়েছেন—
“আমরা প্রথম ম্যাচের মতোই খেলতে চাই। এখানে উইকেট ব্যাটিং সহায়ক হবে আশা করি। এক ম্যাচ বাকি রেখেই সিরিজ নিশ্চিত করতে চাই।”
Leave a Reply