1. arshinagargroup75@gmail.com : Rofiqul Islam : Rofiqul Islam
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০১:২১ অপরাহ্ন

সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা নরসিংদীতে

রনি আহম্মেদ
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ০ Time View

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেনের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আরশীনগর মোড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বীরপুর এলাকায় একটি মরদেহ উদ্ধারের কাজ শেষে ফেরার পথে তিনি দেখেন অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা তোলা হচ্ছে। এ সময় দুজনকে হাতেনাতে আটক করলে পিছন থেকে অর্ধশতাধিক চাঁদাবাজ সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়।

হামলায় আনোয়ার হোসেনের ঘাড়, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলশানা কবির জানান, “অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের ঘাড়ে ও পায়ে রক্ত জমে গেছে। তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

এ বিষয়ে ভুক্তভোগী এএসপি আনোয়ার হোসেন বলেন, “আমি চাঁদাবাজি থামাতে গেলে হঠাৎ ৪০-৫০ জন মিলে আমাকে আক্রমণ করে। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হামলাকারীরা মূলত আরশীনগর মোড়ের সিএনজি স্টেশনের ইজারাদারের লোকজন।”

অন্যদিকে, অভিযুক্ত ইজারাদার আলমগীর হোসেন দাবি করেন, “পুলিশের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি। পৌর নিয়ম অনুযায়ী বৈধভাবে টাকা তোলার সময় ভুল বোঝাবুঝি থেকে ধাক্কাধাক্কি হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss