শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হয়ে লঙ্কানদের মাটিতেই ছড়ি ঘুরিয়েছে টাইগাররা। গল টেস্টের ড্র, দ্বিতীয় টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্তভাবে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
এই ঐতিহাসিক জয়ের পর এক আবেগঘন বার্তায় বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস সিরিজটি উৎসর্গ করেছেন ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মৃতিতে। মঙ্গলবার (১৬ জুলাই) ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন,
“এখন যেহেতু জুলাই মাস, আজ ১৬ জুলাই, শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা উৎসর্গ করতে চাই।”
সিরিজ সেরা খেলোয়াড়ও হয়েছেন লিটন দাস নিজেই। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়ই তার কাছে মুখ্য। তিনি আরও বলেন,
“প্রথমত যেকোনো সিরিজ জয়ই অধিনায়কের জন্য দারুণ অনুভূতি। বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা খুশি হয়েছেন, আমি নিশ্চিত। শ্রীলঙ্কার মাঠে ম্যাচ জেতা সহজ ছিল না। আমরা সবাই কৃতজ্ঞ।”
এর আগেও গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে টাইগারদের নেতৃত্ব দিয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেন লিটন। এবার শ্রীলঙ্কার মাটিতেও রচিত হলো আরেক অধ্যায়। দুটি সিরিজকেই সমান গুরুত্ব দিয়ে দেখছেন তিনি।
“ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা—দুই দলই ঘরের মাঠে ভয়ঙ্কর। ওদের বিপক্ষে সিরিজ জয় সহজ ছিল না। তবে আমরা দল হিসেবে দারুণ খেলেছি।”
এদিকে, টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই আগামী ২০ জুলাই শুরু হচ্ছে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ। মে মাসে পাকিস্তানে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। এবার ঘরের মাঠে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে লিটনের দল।
সিরিজ জয়, শহীদের প্রতি শ্রদ্ধা, আর সামনে নতুন চ্যালেঞ্জ—সব মিলিয়ে লিটন বাহিনীর সামনে এক নতুন ইতিহাস রচনার সুযোগ।
Leave a Reply