সাতক্ষীরার শ্যামনগরে শিয়াল তাড়াতে বসানো বৈদ্যুতিক ফাঁদেই মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। বুধবার (৯ জুলাই) দুপুরে রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রূপবান বেগম (৪৫)। তিনি ওই গ্রামের জহুর আলী মোল্লার স্ত্রী।
জানা গেছে, রূপবান বেগম পার্শ্ববর্তী ‘সুন্দরবন প্রজেক্ট’ নামক একটি মুরগির খামারে ছাগলের জন্য ঘাস কাটতে যান। দীর্ঘ সময়েও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়রা খামারের ভেতর তার বিদ্যুৎস্পৃষ্ট মরদেহ পড়ে থাকতে দেখেন।
নিহতের ছেলে আব্দুর সবুর জানান, খামারের ম্যানেজার মাকসুদ আলম আগের দিনই তার মাকে ঘাস কাটার অনুমতি দিয়েছিলেন। কিন্তু রাতের ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগ সকালের দিকে বিচ্ছিন্ন না করায় এই দুঃখজনক দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অভিযোগ উঠেছে। ফাঁদটি মূলত শিয়ালের উপদ্রব ঠেকাতে বসানো হয়, যা ছিল খোলা অবস্থায়।
এদিকে দুর্ঘটনার পর থেকে ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মচারীরা পলাতক রয়েছেন। তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
খামারের মালিক নূর ইসলাম গণমাধ্যমকে জানান, “খবর পেয়েই ঘটনাস্থলে রওনা হয়েছি। এটা নিছক দুর্ঘটনা। ভুল করে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি বলেই এই দুঃখজনক ঘটনা ঘটে গেছে।”
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply