ডিসেম্বর মানেই সকাল সন্ধ্যায় কুয়াশার চাদর, দুপুরে নরম রোদ আর গভীর রাতে জমাট শীত। তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা তুলনামূলক কম হলেও চলতি মাসে দেশের তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে—সোমবার (১ ডিসেম্বর) প্রকাশিত এক মাসের আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া দফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বরে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ১-২টি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে ১টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দফতর জানায়, ডিসেম্বরজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে।
মাসের মাঝামাঝি সময়ে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে
১-২টি মৃদু শৈত্যপ্রবাহ (৮-১০°সে.)
এবং মাঝারি শৈত্যপ্রবাহ (৬-৮°সে.)
বয়ে যেতে পারে।
রাত গভীর থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে, যা চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি করতে পারে।
ডিসেম্বরে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.