ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইলেকশন কমিশনে (ইসি) শেষ দিনে সরাসরি আপিল জমা দিতে ভিড় লক্ষ্য করা গেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিলের সময় থাকলেও লাইনে থাকা প্রার্থীদের কারণে সন্ধ্যা ৬টা পর্যন্ত আপিল গ্রহণ করা হয়। এই দিনে ১৩১ জন প্রার্থী আপিল জমা দিয়েছেন।
ইসির কেন্দ্রীয় বুথ থেকে জানা যায়, গত চার দিনে মোট ৪৬৯টি আপিল জমা পড়েছে। বৃহস্পতিবারই সর্বোচ্চ ১৭৪টি আপিল দায়ের করা হয়েছিল। ফলে শেষ পর্যন্ত ইসিতে ৬০০টি আপিল জমা পড়েছে।
নির্বাচন সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন।
এরপর ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
Leave a Reply
You must be logged in to post a comment.